তাদের কাছ থেকে তিনটি চাপাতি ও একটি হাইড্রোলিক স্টিল কাটার উদ্ধার করা হয়েছে।
Published : 09 Feb 2024, 04:28 PM
রাজধানীর রামপুরার একটি বাসা থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রামপুরা, কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিল্লাল হোসেন, রমজান আলী, আরমান হোসেন, রাসেল ও সালমান।
রামপুরা থানার ওসি মশিউর রহমান জানান, গত ১ ফেব্রুয়ারি পূর্ব রামপুরার একটি ভবনের তৃতীয় তলায় গ্রিল কেটে ঢুকে পড়ে কয়েকজন। তারা বাসার সবার হাত-পা বেঁধে ঘরে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে যায়।
এই ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম বলেন, মামলাটির তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে সাত ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনটি চাপাতি ও একটি হাইড্রোলিক স্টিল কাটারও উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাশেদুল।
ওসি মশিউর বলেন, “বিল্লাল ওই বাসা থেকে নিয়ে যাওয়া স্বর্ণগুলো কিনেছেন। আর বাকি চারজন ওই বাসায় ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।