‘ধর্মের বোনের’ গলা কাটা, ‘ভাইয়ের’ ফাঁস দেওয়া লাশ

“সব দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, গলা কেটে মৌসুমীকে হত্যা করার পর ইব্রাহিম নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন,” বলেন একজন পুলিশ কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2024, 06:18 AM
Updated : 12 March 2024, 06:18 AM

রাজধানীর তুরাগ থানার এলাকার একটি বাসা থেকে একজন নারীর গলা কাটা এবং এক পুরুষের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুজনের মধ্যে ওই নারীর নাম মৌসুমী বেগম, বয়স ৩৬; আর মো. ইব্রাহিমের ৩৩। এলাকায় তারা 'ধর্মের ভাই-বোন’ হিসেবে পরিচয় দিতেন বলে পুলিশের ভাষ্য। 

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কামারপাড়ার একটি পাঁচতলা ভবনে ইব্রাহিমের বাসা থেকে দুইজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ইব্রাহিমের বাসায় মৌসুমীর নিয়মিত যাতায়াত ছিল। সোমবার সন্ধ্যার পর মৌসুমীকে বাসায় না পেয়ে তার দুই শিশু সন্তান কাছেই ইব্রাহিমের বাসায় যায়। 

"বাসায় গিয়ে দরজা লাগানো দেখে তারা ডাকাডাকি করে। পরে স্থানীয় লোকজন এসে ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ঢুকে দুজনকে মৃত অবস্থায় পায়।" 

পরিদর্শক আবু সাঈদ বলেন, মৌসুমীর লাশ বিছানায় গলা কাটা অবস্থায় ছিল। আর ইব্রাহিমের লাশ পড়ে ছিল মেঝেতে, তার গলায় ফাঁস লাগানো ছিল। 

“সব দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, গলা কেটে মৌসুমীকে হত্যা করার পর ইব্রাহিম নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।”

অবিবাহিত ইব্রাহিম মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করতেন। আর মৌসুমীর স্বামী গার্মেন্টসের বাইং হাউসে চাকরি করেন।

কেন কী কারণে এই ঘটনা ঘটল, সে বিষয়ে পুলিশ এখনও স্পষ্ট কোনো ধারণা পায়নি বলে জানান পরিদর্শক আবু সাঈদ।