খৈয়াছড়ায় ১১ মৃত্যু: রেলের গেটম্যানকে আসামি করে মামলা

গেটম্যান সাদ্দাম হোসেন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2022, 06:50 AM
Updated : 30 July 2022, 06:50 AM

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা লেভেল ক্রসিংয়ে মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহতের ঘটনায় গেটম্যানকে আসামি করে মামলা করেছে ‍রেল পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই জহির বাদী হয়ে শুক্রবার গভীর রাতে মামলাটি করেন।

এতে একমাত্র আসামি করা হয়েছে ওই ক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

রেলওয়ে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ৩০৪ ধারায় মামলাটি করা হয়েছে।

মামলাটি তদন্ত করছেন রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে ঢাকা থেকে আসা আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ তরুণের মৃত্যু হয়। আহত হয় আরও ছয়জন।

Also Read: কী ঘটেছিল খৈয়াছড়া রেল ক্রসিংয়ে?

তারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে গিয়েছিল। হতাহতরা সকলেই ওই এলাকার ‘আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার’ নামের একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী।

ঘটনার পর বিকালের দিকে রেলওয়ে পুলিশ ওই ক্রসিংয়ের গেইটম্যান সাদ্দামকে আটক করে। তবে পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, সাদ্দাম ওই ক্রসিংয়ে অস্থায়ী ভিত্তিতে গেইটম্যানের কাজ করতেন।