০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

মোজাম্মেল হোসেন

মোজাম্মেল হোসেন

জ্যেষ্ঠ এই সাংবাদিক অন্তরঙ্গ মহলে মঞ্জু নামে পরিচিত। তিনি দৈনিক সমকালসহ একাধিক পত্রিকায় বিভিন্ন সময় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৬৯ সালে ছাত্রাবস্থায় সাপ্তাহিক ‘যুগবাণী’ এবং ১৯৭০ সালে সাপ্তাহিক ‘একতা’য় রিপোর্টার হিসেবে পেশা শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রয়াত বজলুর রহমান সম্পাদিত সাপ্তাহিক ‘মুক্তিযুদ্ধ’ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। দৈনিক ‘ভোরের কাগজ’ ও ‘প্রথম আলো’য় বার্তাবিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৪৭ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে ১৯৬৯ সালে অনার্স এবং ১৯৭৬ সালে মাস্টার্স সম্পন্ন করেন।