ইরাকে ২,০০০ ট্যাংক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য ২ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 01:50 PM
Updated : 22 May 2015, 01:50 PM

আগামী সপ্তাহের শুরুতেই এসব অস্ত্র গন্তব্যে পৌঁছবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিভাগীয় মুখপাত্র স্টিভ ওয়ারেন। এছাড়া, গোলাবারুদ এবং অন্যান্য হাতিয়ার সরবরাহও যুক্তরাষ্ট্র ত্বরান্বিত করবে বলে জানান তিনি।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এপ্রিলে যুক্তরাষ্ট্র ভ্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিতে ২৫০ টি ভূমিমাইন ও চোরোগোপ্তা হামলা প্রতিরোধী (এমআরএপি) যান পাঠিয়েছে। সঙ্গে আরো পাঠিয়েছে ২ হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ১০ হাজার সেট দেহবর্ম এবং হেলমেট, ক্ষুদ্রাস্ত্র, ট্যাংকের গোলা এবং ট্যাংক-বিধ্বংসী অস্ত্রসহ অজস্র গোলাবারুদও।

ওয়ারেন বলেন, ইরাকের কেন্দ্রীয় সরকারকে এসব অস্ত্র দেয়া হয়েছে সেনাবাহিনী, কুর্দি ও সুন্নি যোদ্ধাদের মধ্যে বিতরণের জন্য।