ভূমিকম্প: এভারেস্টে তুষার ধসে গুগল কর্মকর্তার মৃত্যু

নেপালে ভয়াবহ ভূমিকম্পে মাউন্ট এভারেস্টে তুষারধসে নিহতদের মধ্যে ড্যান ফ্রেডিনবার্গ নামে গুগলের একজন কর্মকর্তাও রয়েছেন।

>>রয়টার্স
Published : 26 April 2015, 04:08 AM
Updated : 26 April 2015, 04:08 AM

লরেন্স ইউ নামে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার যখন ভূমিকম্পে তুষারধসের ঘটনা ঘটে তখন আরো তিন সহকর্মীসহ এভারেস্টে ছিলেন ফ্রেডিনবার্গ।  তবে তার সহকর্মীদের কেউ আহত হননি।

ফ্রেডিনবার্গের বোন মেগান সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন, তুষারধসে তার ভাই মাথায় মারাত্মক আঘাত পেয়ে মারা গেছেন। 

নিহত ফ্রেডিনবার্গ ক্যালিফোর্নিয়ায় গুগলের গবেষণা বিভাগ গুগল এক্সের হেড অফ প্রাইভেসি ছিলেন। 

পর্বতারোহনে অভিজ্ঞ ফ্রেডিনবার্গ যে কোম্পানির সহযোগিতায় এভারেস্ট অভিযানে ছিলেন, জ্যাগড গ্লোব নামের সেই প্রতিষ্ঠানটি তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, তাদের এই দলটির আরো দুই সদস্যও তুষারধসে সামান্য আহত হয়েছেন।

শনিবার ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমাণ্ডুসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপালের ইতিহাসে ৮১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ৮০৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে উঠে।

ভূমিকম্পের প্রভাবে মাউন্ট এভারেস্টে মারাত্মক তুষারধসে এ পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে বিদেশি ও শেরপারাও রয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভূমিকম্পের সময় হাজার খানেক পর্বতারোহী (প্রায় চারশ জন বিদেশিসহ) বেইজ ক্যাম্প বা এভারেস্টের চূড়ার পথে ছিলেন।