পাকিস্তানে আরও হামলার হুমকি তালেবানের

পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হত্যাযজ্ঞ চালানো জঙ্গিদের ছবি প্রকাশ করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। একইসঙ্গে এ ধরনের আরও হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 05:03 PM
Updated : 17 Dec 2014, 05:23 PM

মঙ্গলবার সেনাবাহিনী পরিচালিত ওই স্কুলটিতে অস্ত্রধারী জঙ্গিদের হামলায় ১৪১ জন নিহত হয়েছে, যাদের ১৩২ জনই শিশু।

জঙ্গিদের ছবি প্রকাশ করার পাশপাশি টিটিপি’র পক্ষ থেকে এক বিবৃতিতে তাদের এই হামলা সঠিক ছিল দাবি করে বলা হয়, “পাকিস্তানের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে তাদের যোদ্ধাদের নিরাপরাধ শিশু ও পরিবারের সদস্যদে হত্যা করে আসছে।”

বিবৃতিতে এ ধরনের আরও হামলা চালানোর হুমকি দেন টিটিপি মুখপাত্র মোহাম্মদ খুরাসানি।

পাকিস্তানের বেসামরিক জনগণকে সমস্ত সামরিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন তিনি।

টিটিপি যে ছবি প্রকাশ করেছে সেখানে আরবি হরফে লেখা একটি সাদা রংয়ের ব্যানারের সামনে ছয় থেকে সাতজন জঙ্গিকে অস্ত্র হাতে দেখা গেছে।