মংকক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

হংকংয়ের মংকক এলাকা থেকে গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের সরিয়ে দিয়ে তাদের অবস্থান শিবির পরিষ্কার করে ফেলেছে পুলিশ।

>>রয়টার্স
Published : 26 Nov 2014, 07:55 AM
Updated : 26 Nov 2014, 03:27 PM

মংকক’এ অভিযানের আগে গণতন্ত্রপন্থি ছাত্র আন্দোলনের নেতা যোশুয়া ওঙ ও লেস্টার শুমকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার সকালে চালানো অভিযানে গণতন্ত্রপন্থিদের শিবিরের চারপাশে স্থাপিত ব্যারিকেডগুলো সরিয়ে নেয় পুলিশ।

এরপর তাঁবুগুলো ভেঙে দিয়ে পুরো এলাকা খালি করে ফেলে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক।

সেপ্টেম্বরের শেষ দিক থেকে প্রতিবাদকারীদের শিবির স্থাপনের কারণে বন্ধ হয়ে যাওয়া নাথান রোডের মংকং অংশটি মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা ধরে গাড়ি চলাচল শুরু হয়।

সোয়া তিন ঘণ্টার অভিযানে পুরো এলাকটি দ্রুত পরিষ্কার করে ফেলে পুলিশ।

অভিযানের প্রথম পর্যায়ে পুলিশকে বাধা দিয়েছিল প্রতিবাদকারীরা। প্রতিবাদকারীদের সঙ্গে কিছুক্ষণ ধাক্বাধাক্কির পর তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে সফল হয় পুলিশ। এর আগে রাতভর পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।

অভিযানের শুরুতে কয়েশ প্রতিবাদকারী নাথান রোডের মংকং এলাকায় অবস্থান নিয়ে “পূর্ণ গণতন্ত্র” বলে স্লোগান দিচ্ছিল। কিন্তু বিপুল সংখ্যক পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়। পরবর্তী দুই ঘণ্টার মধ্যে পুলিশ প্রতিবাদকারীদের অধিকাংশ তাঁবু সরিয়ে ফেলে।
পুলিশের সারির সামনে প্রতিবাদের প্রতীক হলুদ ছাতা হাতে দাঁড়িয়ে ৫২ বছর বয়সী গণতন্ত্রপন্থি লিউ উক লিন বলেন, “তোমরা প্রতিবাদকারীদের মনকে পরাজিত করতে পারবে না।”
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, তিনি দেখেছেন শুমকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। অপরদিকে ছাত্রদের স্কলারিজম গোষ্ঠীর ফেইসবুক পেইজে এক ঘোষণায় বলা হয়েছে, ওঙ’কেও গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবাদকারীদের কোনো আনুষ্ঠানিক নেতৃত্বের কাঠামো না থাকলেও ওঙ ও শুমকেই আন্দোলনের মূল নেতা হিসেবে বিবেচনা করা হয়।