হংকংয়ে বিক্ষোভকারীকে পিটিয়ে পুলিশ গ্রেপ্তার

হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীকে পেটানোর অভিযোগে ৭ জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 03:27 PM
Updated : 26 Nov 2014, 04:28 PM

বুধবার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদেরকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এখন তাদেরকে ‘নির্যাতনের ফলে ভয়ঙ্কর শারীরিক ক্ষতি’ করার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৫ অক্টোবর একটি আন্ডারপাস থেকে গণতন্ত্রপন্থিদের সরিয়ে দেয়ার সময় পেটানোর ওই ঘটনা ঘটে।

ওই দিন ধারণ করা ছবিতে দেখা যায়, সিভিক পার্টির আন্দোলনকার্মী কেন সাং’কে হাতকড়া পরিয়ে সরিয়ে নেয়ার সময় কয়েক মিনিট ধরে পেটানো হয়।

স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক টিভিবি তে সাং’কে নির্যাতনের ফুটেজ প্রকাশ করা হয়। সাং এর আইনজীবীর অভিযাগ, তাকে থানায় নিয়ে গিয়েও পেটানো হয়েছে।

ফুটেজ প্রকাশের পরপরই কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করে এবং তদন্তের নির্দেশ দেয়।

পুলিশ জানায়, সাং বলেছিলেন, তিনি তাকে নির্যাতনকারীদের সনাক্ত করবেন। কিন্তু তিনি তা করতে পারেননি। পুলিশকে তদন্তে সাহয্য করার জন্য তাকে ডাকা হয়েছে।”