দাউদ ইব্রাহিম পাক-আফগান সীমান্তে: রাজনাথ

আগামী সপ্তাহে কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া সার্ক শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে সীমান্ত সন্ত্রাসের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 08:53 AM
Updated : 23 Nov 2014, 02:52 PM

কাঠমাণ্ডুতে সার্কের মন্ত্রী পর্যায়ের বৈঠকে আসা রাজনাথ শনিবার এ অভিযোগ করেছেন বলে রোববার জানিয়েছে দ্য ডন।

হিন্দুস্তান টাইমসকে রাজনাথ বলেছেন, “ভারতে সন্ত্রাসের উৎপত্তি দেশে নয়, বাইরের সমর্থনে তৈরি হয়, আর তা হয় পাকিস্তান থেকে।”

আর রাজনাথকে উদ্ধৃত করে পিটিআই বলেছে, ভারতের আন্ডারওয়ার্ল্ডের ডন পলাতক দাউদ ইব্রাহিমকেও আশ্রয় দিচ্ছে পাকিস্তান।

দাউদ এখন পাকিস্তান-আফগানীস্তান সীমান্ত এলাকায় বসবাস করছেন বলে অভিযোগ করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনাথ আরো বলেছেন, যদিও ভারত পাকিস্তানের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু নয়াদিল্লির সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে ইসলামাবাদ খুব একটা আগ্রহী নয়।

তিনি বলেছেন, “ভারতে সন্ত্রাসের পুরোটাই পাকিস্তানের মদতে হয়। পাকিস্তান বলেছে এর জন্য রাষ্ট্রহীন ব্যক্তিরা দায়ী। কিন্তু আইএসআই কি রাষ্ট্রবিহীন পক্ষ? আইএসআই সন্ত্রাসে মদত দিচ্ছে।”

পাকিস্তান ২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িতদের বিচারেও আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন রাজনাথ।

তিনি বলেছেন, “পাকিস্তান বিচারকাজে সহায়তা করছে না, বরং বিচার বাধাগ্রস্থ করার চেষ্টা করছে।”

দাউদ পাকিস্তানে বসবাস করছেন এবং বারবার অনুরোধ সত্বেও প্রতিবেশী দেশটি তাকে হস্তান্তর করছে না বলে অভিযোগ করেছেন।

“পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন ভারতে আসলেন, আমাদের প্রধানমন্ত্রী দাউদকে হস্তান্তরে অনুরোধ জানিয়েছিলেন তাকে। আমরা বিষয়টি এগিয়ে নিতে চেয়েছিলাম। সে সবচেয়ে কুখ্যাত ফেরারি হওয়ায় আমরা কূটনৈতিক চাপও সৃষ্টি করতে চেয়েছিলাম, এসব সত্বেও সে এখন পাক-আফগান সীমান্তে বসবাস করছে,” বলেছেন তিনি।

তবে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান যেন দাউদকে হস্তান্তর করে সেই লক্ষ্যে কূটনৈতিক চাপ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রাজনাথ।