বারমুডায় ঘূর্ণিঝড় গঞ্জালোর আঘাত

ঘণ্টায় প্রায় ১৭৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বারমুডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গঞ্জালো।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 06:40 AM
Updated : 18 Oct 2014, 06:43 AM

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এটি বারমুডা দ্বীপপুঞ্জের স্থলভূমিতে আঘাত করে বলে জানিয়েছে বিবিসি।

গঞ্জালোর ৫৬ কিলোমিটার প্রশস্ত কেন্দ্রটিও বারমুডার দক্ষিণ-কেন্দ্রীয় উপকূলভাগ অতিক্রম করেছে।

কেন্দ্রটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপপুঞ্জটি অতিক্রম করার পর সেখানে তীব্র বাতাসসহ “প্রাণসংহারী ঝড়” বয়ে যেতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি)।

ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় দ্বীপপুঞ্জটিতে প্রচণ্ড ঢেউ, প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে যায়। তবে এসব সত্বেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

বারমুডা ইলেকট্রিক লাইট কোম্পানি জানিয়েছে, গঞ্জালোর কারণে দ্বীপপুঞ্জের আশি ভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

স্থলভূমিতে আঘাত হানার আগে শুক্রবার সকালের দিকে গঞ্জালোর বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল/ঘণ্টা)। পরে এর বেগ কমে ১৭৫ কিলোমিটার/ঘণ্টায় (১১০ মাইল/ঘণ্টা) নেমে আসে।
ঝড়টিতে ৫৪ বর্গ কিলোমিটার আয়তনের ৬৫ হাজার বাসিন্দার এই দ্বীপপুঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে দেশটির দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এখনও কোনো হতাহতের খবর পাননি।
এর আগে হল্যান্ড নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিন অতিক্রমের সময় গঞ্জালোর তাণ্ডবে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।