মার্স ভাইরাস: উট থেকে সতর্ক থাকার পরামর্শ

সৌদি আরবে মার্স ভাইরাসের সংক্রামণ রোধে নাগরিকদেরকে উটের কাছাকাছি যাওয়ার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2014, 04:25 PM
Updated : 11 May 2014, 07:05 PM

বিবিসি’র খবরে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া উটের কাছে না যাওয়া এবং সেখানে গেলেও পরে ভালোভাবে হাত ধুয়ে নেয়ার পরামর্শ দিয়েছে কৃষিমন্ত্রণালয়।
এছাড়া, উটের দুধ ও মাংস সঠিক তাপমাত্রায় সিদ্ধ করে খাওয়ার পরামর্শও দিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবে মার্স ভাইরাসে এ পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। ২০১২ সালে প্রদুর্ভাব ঘটা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো পাঁচ শতাধিক মানুষ।

মার্স এক ধরনের করোনাভাইরাস। এই রোগে আক্রান্ত হলে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে রোগীর মৃত্যু হয়।

মার্চ ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে উটের ভূমিকা থাকার কথা এক গবেষণায় পাওয়ার পর মন্ত্রণালয় এক বিবৃতিতে ওিই পরামর্শ দেয় ।

উট সৌদি আরবের নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রম’ বা মার্স সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে দেখা দিয়েছে।