ব্রিকসে ৮ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি চীনের

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসে আরও ৮ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 05:55 AM
Updated : 4 Sept 2017, 06:21 AM

নবম ব্রিকস সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে রোববার চীনা প্রেসিডেন্ট এ প্রতিশ্রুতি দেন বলে রয়টার্স জানিয়েছে।

চীনের দক্ষিণপূর্ব শহর জিয়ামেনে চলা এই সম্মেলন মঙ্গলবার শেষ হবে।

সম্মেলনে শি বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিকল্পনা এবং কর্মসূচির জন্য ৭ কোটি ৬০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দেন।

এর আগে ব্রিকস নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্লেনারি সেশনে শি ব্রিকস দেশগুলোর উদ্যোগে বানানো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিভিন্ন প্রকল্পে ৪০ লাখ ডলার দেওয়ার আশ্বাস দেন।

তিনদিনের এ সম্মেলনে অংশ নিতে ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও রাশিয়ার সরকারপ্রধানরা এখন চীনে অবস্থান করছেন।

বিশ্বের মোট জনসংখ্যার ৪৪ শতাংশের প্রতিনিধিত্বকারী ৫ দেশ ২০১০ সালে এই জোট গঠন করে।

ওই বছরই দক্ষিণ আফ্রিকা অর্থনৈতিক এ জোটে যোগ দেয়। এর আগে ২০০৯ সালে চার দেশ মিলে শুরু করে ব্রিক (ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন)।

সম্ভাবনাময় এই জোটের ৫ সদস্য এখন বিশ্বের মোট জিডিপির ২৩ শতাংশের নিয়ন্ত্রক।