আফগানিস্তানে ‘জঙ্গিদের’ গুলিতে ১৩ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এক সহকর্মী ও কথিত তালেবান জঙ্গিদের গুলিতে অন্তত ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2017, 09:05 AM
Updated : 28 Feb 2017, 09:28 AM

পুলিশের এক সূত্র বিবিসিকে বলেছে, পুলিশ বাহিনীতে ঢোকা তালেবানের এক অনুপ্রবেশকারী সোমবার রাতে প্রাদেশিক রাজধানী লস্কর গাহ এর একটি পুলিশ স্টেশনে জঙ্গিদের প্রবেশের পথ করে দেয়। হামলার পর ওই অনুপ্রবেশকারী তালেবানদের সঙ্গে পালিয়ে যায়।  

হেলমান্দের গভর্নর ওমর জুয়াকের এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত আর কিছু জানাননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক হামলা চালিয়ে লস্কর গাহ এর উপর প্রবল চাপ তৈরি করছে তালেবান। হেলমান্দ প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে দুই লাখ বাসিন্দার এই শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানের উর্বর কৃষি এলাকাগুলোর মধ্যে হেলমান্দ অন্যতম। এই প্রদেশটি দেশটির আফিম উৎপাদনের প্রধান কেন্দ্র। এক পাশে পাকিস্তানের সঙ্গে সীমান্ত থাকা এই প্রদেশটির ভিতরে দিয়ে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোর সংযোগ সড়কগুলো গিয়েছে। 

গত অগাস্টে তালেবানের হামলায় পালিয়ে আসা হাজার হাজার মানুষ এই শহরটিতে আশ্রয় নেয়, কিন্তু অক্টোবরে শহরটি নিজেই আক্রান্ত হয়।