ভূমধ্যসাগর থেকে ৪ হাজার শরণার্থী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৪ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী ও উপকূলরক্ষীরা।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 04:25 AM
Updated : 30 July 2016, 04:28 AM

শুক্রবার এই বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

উপকূলরক্ষীদের অভিযানে ৩৪টি নৌযান থেকে প্রায় ৩,৪০০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

আর ৬ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে সিসিলির প্রণালী থেকে ইতালির নৌবাহিনীর মার্গোত্তিনি, গ্রিকালে এবং বেত্তিকা জাহাজের মাধ্যমে উদ্ধার করা হয়।

এরআগে বৃহস্পতিবার ইতালির উপকূলরক্ষীরা ১৩৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে লাম্পেদুসা বন্দরে নিয়ে যায়।