কানাডার মৎস্য মন্ত্রীর পদত্যাগ

কানাডার মৎস্য, সমুদ্র ও উপকূলরক্ষী বিষয়ক মন্ত্রী হান্টার টুটু পদত্যাগ করেছেন।

>>রয়টার্স
Published : 1 June 2016, 03:24 AM
Updated : 1 June 2016, 03:24 AM

মাদকাসক্তির চিকিৎসা গ্রহণের লক্ষ্যে তিনি মঙ্গলবার পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদোর নেতৃত্বে গঠিত লিবারেল সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী প্রথম মন্ত্রী তিনি।
দেশটির উত্তরাঞ্চলীয় জনবিরল নানাভুত অঞ্চল থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া ৫২ বছর বয়সী টুটু তার পদত্যাগপত্রে বলেন, তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং লিবারেল ককাস থেকেও পদত্যাগ করবেন। 
সহকর্মীদের গুরুত্বপূর্ণ কাজে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় এ কারণেই তার এই সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেছেন।
বিবৃতিতে টুটু বলেন, “আমি আসক্তি সংক্রান্ত বিষয়ে চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি এবং এই সময়ে গোপনীয়তা রক্ষা করতে চাই।”
তবে আসক্তির ধরন সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনোকিছু উল্লেখ করেননি তিনি।