আইএস অধিকৃত ফাল্লুজায় ‘চূড়ান্ত আক্রমণে’ ইরাকি বাহিনী

ইরাকি সেনাবাহিনীর জানিয়েছে তারা তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) শক্তিশালী ঘাঁটি ফাল্লুজা পুনরুদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 09:44 AM
Updated : 30 May 2016, 09:46 AM

ফাল্লুজা পুনুরুদ্ধারে ইরাকি সরকার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর শহরটি পুনর্দখলে চূড়ান্ত আক্রমণ শুরু করল ইরাকি বাহিনী, খবর বিবিসির।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিজাত সন্ত্রাস-বিরোধী ইউনিটসহ রাষ্ট্রীয় বাহিনীগুলো বেশ কয়েকটি ফ্রন্টে শহরটির দিকে এগিয়ে যাচ্ছে।

আত্মঘাতী ও গাড়িবোমা হামলা চালিয়ে আইএসের যোদ্ধারা প্রতিরোধ গড়ার চেষ্টা করছে বলে জানা গেছে। 

কিন্তু ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, এসব হামলা সত্বেও তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

তবে লড়াই এখন ফাল্লুজার প্রান্তে আইএসের প্রতিরক্ষা লাইনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বলে জানা গেছে।

অভিযানে অংশ নেওয়া শিয়া বেসামরিক বাহিনীর নেতারা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে আক্রমণ চালানোর আগে বেসামরিক লোকজনকে শহর ছাড়ার সুযোগ দিতে অভিযানে একটু বিরতি দেওয়া হতে পারে।

আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীর এ অভিযানে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী। 

২০১৪ সালের জানুয়ারিতে শহরটির দখল নিয়েছিল তখনকার ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল), হালের আইএস।

আইএস যোদ্ধাদের বাধার কারণে শরটির ভিতরে প্রায় ৫০ হাজার বেসামরিক বাসিন্দা আটকা পড়েছেন। এদের হয়তো মানবঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে জঙ্গিগোষ্ঠীটি। তবে এই পরিস্থিতি সত্বেও এ পর্যন্ত কয়েকশ পরিবার শহরটি থেকে বের হয়ে আসতে পেরেছেন।

জাতিসংঘ জানিয়েছে, শহরটির ভিতরে অনাহারে লোকজন মারা যাচ্ছে এবং আইএসের হয়ে লড়াই না করার কারণেও অনেককে মেরে ফেলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

২০১৪ সালে ফাল্লুজা দখল করার ছয়মাসের মধ্যে ইরাকি ও সিরিয়ার বিশাল অংশ দখল করে তথাকথিত ‘ইসলামিক খেলাফত’ এর ঘোষণা দিয়েছিল আইএস। 

এই শহরটি ছাড়া ইরাকের প্রধান শহরগুলোর ম্যধ মসুল এখনও আইএসের দখলে আছে।

ফাল্লুজায় ইরাকি বাহিনীর চূড়ান্ত আক্রমণ চলাকালেই রাজধানী বাগদাদের আশপাশে বেশ কয়েকটি আত্মঘাতী বোমার হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় ২০ জনেরও বেশি লোক নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।