জাপানের বানর অর্কিড

দূর থেকে দেখলে যে কেউ ধারণা করতে পারে, একদল বানর হাসাহাসি করছে। একে অপরকে আলিঙ্গন করে জিহ্বা দেখাচ্ছে। বানরের মতো দেখতে হলেও এটি আসলে ‘অর্কিড’ ফুল।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 02:35 PM
Updated : 8 Oct 2015, 02:36 PM

জাপানের কিয়েতোর সাকায়ুর বোটানিক্যাল গার্ডেনে শোভা পাচ্ছে এ বানর অর্কিড। জাপানিরা যাকে ‘দোরাসেরা জিগাসু’ নামে চিনে।

মাত্র দুইদিন আগে ফোটা এ্ ফুলবাগান দেখতে প্রতিদিনই কিয়েতো উদ্যানে শত শত দর্শণার্থী ভিড় জমাচ্ছে।

উদ্যানের ব্যবস্থাপক ইনতানি সাকাশি বলেন, প্রাকৃতিক নিয়মে এ ফুল ফুটছে।  প্রকৃতির অপার খেলায় প্রস্ফুটিত এ অর্কিড তাই প্রাণীর অবয়ব ধারণ করেছে।

প্রচলিত অর্কিড থেকে কিছুটা আলাদা হলেও মুলত দর্শণার্থীদের আলাদা বিনোদন দেয় এ অর্কিড।

তিনি বলেন. দক্ষিণ ইকুয়েডর ও কলম্বিয়া এদের উৎপত্তিস্থল বলে ধারণা করা হয়। যার বাণিজ্যিক নাম ‘ডাকুলা জিগাস’।

এই উদ্যানে আসা কিয়েতো বিশ্ববিদ্যালয়ের ‘প্ল্যান্ট বায়োটেকনোলজি’ বিভাগের  স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী কিয়েজু নাসায় বলেন, আসলে ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয়। বানর চিড়িয়াখানায় দেখা গেলেও এখানে আসলে একদল বানরকে দেখে মন ভরে যায়।

তিনি আরো বলেন, আমরা প্রতিবছর এই সময়ে এখানে আসি। এই ফুল খুব কম সময়ের জন্যই ফোটে বলে এ সময়টিতে উদ্যানে অনেক ভিড়ও থাকে।

বানর অর্কিড আগামী ১০ অক্টোবরের মধ্যেই ফোটা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন উদ্যানের ব্যবস্থাপক ইনতানি সাকাশি।