চীনে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯

চলতি সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

>>রয়টার্স
Published : 7 Oct 2015, 04:50 AM
Updated : 7 Oct 2015, 05:02 AM

আরো চারজন নিখোঁজ রয়েছেন বলে বুধবার জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট টর্নেডোতে সাতজন ও ভূমিধসে আরো সাতজন নিহত হন। 

উপকূলীয় সাগরে নৌকাডুবে তিন জেলের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছেন। ঝড়ে বিধ্বস্ত একটি বাড়ির ধ্বংসস্তুপে অপর একজনের লাশ পাওয়া গেছে।

প্রতিবেশী গুয়াংশি প্রদেশে গাছ উপড়ে পড়ে আরো একজন নিহত হয়েছেন।

রোববার ঘূর্ণিঝড়টি গুয়াংডংয়ে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে গাছপালা ও ইলেকট্রিক খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। উপকূলীয় এলাকার বিদ্যুৎগতির ট্রেনের চলাচল স্থগিতের পাশাপাশি কয়েক ডজন বিমানযাত্রা বাতিলে বাধ্য হয় কর্তৃপক্ষ। 

গুয়াংডংয়ের জনসম্পর্কিত মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ ও দুই লাখ ৮২ হাজার ৭০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রদেশে ঝড়টির আর্থিক ক্ষতির পরিমাণ ৩৬৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। 

গুয়াংশি প্রদেশে ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ ও ৪১৭টি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।