অ্যান্ডয়েডেও বিটস রেডিও!

বাজারে অ্যাপল মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ১ জুলাই। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সার্ভিসটির যাত্রা শুরু করার কথা চলতি বছরের শেষ দিকে। এরমধ্যেই সাফারি ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ আর অ্যান্ড্রয়েড জেলিবিনের ব্রাউজার থেকে অ্যাপল মিউজিকের বিটস ১ রেডিও শোনার উপায় খুঁজে বের করেছেন এক সফটওয়্যার ডেভেলপার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 07:51 AM
Updated : 3 July 2015, 07:51 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বিটস ১ রেডিও স্টেশনের ‘আনএনক্রিপ্টেড’ স্ট্রিম আবিষ্কারের দাবি করেছেন সফটওয়্যার ডেভেলপার বেনজামিন রাম্বল।

সাফারি ব্রাউজারের মাধ্যমে আইফোন এবং আইপ্যাড থেকেও অ্যাকসেস করা যাবে ওই স্ট্রিম। তবে আইওএস ডিভাইস থেকে অ্যাপল মিউজিকের মাধ্যমেই স্ট্রিমটি অ্যাকসেস করাই হয়তো সহজ হবে বলে জানিয়েছে ম্যাশএবল।

সাইটটির প্রতিবেদন অনুযায়ী, ‘আনঅফিশিয়াল’ হলেও পুরোপুরি কার্যক্ষম স্ট্রিমটি। রাম্বলের আবিষ্কৃত একটি স্ট্রিম প্রথম পর্যায়ে বন্ধ করে দেওয়া হলেও পরবর্তীতে দ্বিতীয় আরেকটি স্ট্রিম খুঁজে বের করেন তিনি।

ক্রোমকাস্ট আর অ্যান্ড্রয়েড টিভি থেকেও স্ট্রিমটি কাজ করে বলে জানিয়েছে রাম্বল।