ফ্যাক্টরি রিসেটেও ঝুঁকিতে অ্যান্ড্রয়েড

‘ফ্যাক্টরি রিসেট’ অপশন ব্যবহার করার পরেও অ্যান্ড্রয়েড ফোনগুলোতে থেকে যাচ্ছে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ ডেটা। অ্যান্ড্রয়ে ডিভাইসের এই নিরাপত্তা দুর্বলতা নিয়ে সতর্ক করে দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 09:41 AM
Updated : 23 May 2015, 09:41 AM

হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া কোন অ্যান্ড্রয়েড ফোনের সকল তথ্য রিমোট ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয় বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজের গবেষকরা। ২১টি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে ফ্যাক্টরি রিসেট অপশনটির কার্যক্ষমতা যাচাই করে দেখেন তারা।

গবেষকরা জানিয়েছেন, ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরেও আগের মালিকের জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন তারা।

বিবিসি জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থার এই দুর্বলতা বিশ্বব্যাপী আরও ৫০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকার আশঙ্কা করছেন গবেষকরা।

গবেষণায় বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, ফেইসবুক এবং ওয়াটসঅ্যাপ এর বিভিন্ন তথ্য ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরও থেকে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ছবি, ভিডিও এবং এসএমএসও রয়ে যাচ্ছে।

এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যান্ড্রয়েড নির্মাতা ওয়েব জায়ান্ট গুগল।