ছাতা হারানো ঠেকাতে ব্লুটুথ

‘ব্লটুথ ছাতা’ বানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক বিলাসবহুল ছাতানির্মাতা স্টার্টআপ ডেভেক। বৃষ্টির দিনে ছাতা হারাননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কাজ। গাঁটের পয়সা দিয়ে কেনা প্রিয় ছাতাটা তো যায়ই, ভিজতে হয় বৃষ্টিতেও। এই বিপত্তি মোকাবেলা করতে অভিনব ডিজাইনের ছাতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্লুটুথ চিপ।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2015, 12:16 PM
Updated : 21 March 2015, 12:16 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ১২৫ ডলার দামের এই ‘ডেভেক এলার্ট আমব্রেলা’র সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্লটুথ প্রক্সিমিটি চিপ। পাওয়া যাবে কালো এবং নীল রঙ্গে।

ব্লুটুথের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে ছাতাটি সিঙ্ক করবে। ছাতা থেকে ব্যবহারকারীর দূরত্ব নির্দিষ্ট সীমা পার করলেই একটি মেসেজ চলে যাবে মালিকের ডিভাইসে।

এই ছাতার বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে কিকস্টার্টার ক্যাম্পেইন শুরু করেছে ডেভেক। ক্যাম্পেইনের মাধ্যমে ১২ এপ্রিলের আগে প্রি-অর্ডার করলে ৯৯ ডলার দামে ছাতাটি পাবেন বিনিয়োগকারীরা।