এল গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন

বাজারে ধাতব ফ্রেমের গ্যালাক্সি এ৩ এবং এ৫ স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং বাংলাদেশ। ৩০ জানুয়ারি দেশের বাজারে আনুষ্ঠানিক অভিষেক হবে স্মার্টফোন দুটির।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 10:20 AM
Updated : 28 Jan 2015, 10:20 AM

এক সংবাদবিজ্ঞপ্তিতে স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, ৩০ জানুয়ারি জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজের ৩০ বছর পূর্তি উদযাপন কনসার্টে উদ্বোধন করা হবে স্মার্টফোন দুটি।

বাজারে কালো, সাদা, সোনালি ও রুপালি রঙের ধাতব ফ্রেমের গ্যালাক্সি এ৩ এবং গ্যালাক্সি এ৫ কিনতে পাওয়া যাবে। যথাক্রমে স্মার্টফোন দুটির দাম হবে ২৫ হাজার ৯শ’ টাকা এবং ৩০ হাজার ৯শ’ টাকা।

দুটি স্মার্টফোনেই আছে অ্যামোলেড ডিসপ্লে এবং ১.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর। এ৩-তে আছে ১জিবি র‌্যাম, এ৫-তে আছে ২জিবি র‌্যাম।

৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে উভয় স্মার্টফোনে। সর্বোচ্চ ৬৪ জিবি মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে।

নতুন দুই স্মার্টফোনের উদ্বোধন ও ওয়ারফেইজের তিন দশক পূর্তি কনসার্ট উপলক্ষ্যে ‘অ্যামেইজিং কনসার্ট কনটেস্ট’ আয়োজন করেছে স্যামসাং বাংলাদেশ। এই প্রতিযোগিতা থেকে ২৫ জন বিজয়ী কনসার্টের ফ্রি টিকেট জিততে পারবেন। প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজে এই প্রতিযোগিতা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।