বিটকয়েন বাণিজ্যে উইঙ্কলভস যুগল

ভার্চুয়াল কারেন্সি বিটকয়েনের জন্য বিশেষায়িত এক্সচেঞ্জের অনুমোদন নেয়ার চেষ্টা করছে উইঙ্কেলভস যুগল। জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের আইডিয়া চুরির আইনী লড়াইয়ে মার্ক জাকারবার্গের হাত থেকে সাড়ে ছয় কোটি ডলার আদায় করেছিল এই দুই যমজ ভাই।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 12:00 PM
Updated : 27 Jan 2015, 12:00 PM

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে লেনদেন শুরু করার পরিকল্পনা করছেন ক্যামেরন উইঙ্কেলভস এবং টাইলার উইঙ্কেলভস। এক্সচেঞ্জটিকে বলা হচ্ছে “জেমিনাই”। ভার্চুয়াল কারেন্সিবিষয়ক এই প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছেন এই দুই ভাই, জানিয়েছে বিবিসি। বর্তমানে প্রতিটি বিটকয়েনের মূল্য ২০০ ডলার, ২০১৩ সালের নভেম্বর মাসে যা ছিল ১ হাজার ২০০ ডলার।

বিটকয়েন লেনদেনের জন্য বিশেষ সফটওয়্যার তৈরি করছে উইঙ্কেলভস যুগলের বিটকয়েন স্টার্টআপ। এছাড়াও বিটকয়েনে লেনদেনের এই ধারণাকে সমর্থন করতে এবং ব্যাংকগুলো বিটকয়েন লেনদেন শুরু করে তা নিশ্চিত করতে নীতিনির্ধারকদের কাছে তদবির করতে লবিয়িস্টও নিয়োগ করছেন তারা।