গুগল গ্লাস: অপমৃত্যু নাকি পুনর্জন্ম

১৯ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে গুগল গ্লাস বিক্রি।

শাহরিয়ার হাসান পরশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2015, 11:12 AM
Updated : 20 Jan 2015, 11:12 AM

সম্প্রতি গুগল গ্লাসের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল।

সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, গুগলের নিজস্ব গুগলপ্লাস অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে— গুগল স্মার্ট গ্লাস নিয়ে কাজ করে যাবে, কিন্তু ইতি টানবে গুগল গ্লাসের। ১৯ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে গুগল গ্লাসের চলতি মডেল বিক্রি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে— গুগলের গবেষণাগার ‘এক্স ইনকিউবেটর’ থেকে আলাদা করে গুগল গ্লাসের জন্য নতুন বিভাগ খোলা হবে, যে বিভাগের দায়িত্বে থাকবেন ‘নেস্ট’-এর প্রতিষ্ঠাতা টনি ফেডেল।

২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে গুগল গ্লাস ব্যবহারকারীদের ভয়েস কমান্ডের সাহায্যে ভিডিও রেকর্ডিং, বার্তা প্রদান ইত্যাদি সুবিধা দিয়ে আসছিল গুগল। কিন্তু শুরু থেকেই গুগল গ্লাসকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে।

গুগল গ্লাসের এই আকস্মিক বিবৃতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, গুগল কি গ্লাস প্রজেক্টকে ব্যর্থ বলে স্বীকার করে নিল, নাকি এর নবজন্ম হবে আগামীতে।