সাইবার আক্রমণের আশঙ্কায় জাপান

সাইবার আক্রমণের আশঙ্কা করছে জাপান। সম্ভাব্য হামলা ঠেকাতে জোরদার করা হয়েছে দেশটির সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 03:07 PM
Updated : 27 Dec 2014, 03:07 PM

প্রভাবশালী হলিউডি প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের উপর সাইবার আক্রমণের ঘটনায় উত্তর কোরিয়াকে দুষছে মার্কিন সরকার। আর জাপান, উত্তর কোরিয়ার পরবর্তী সময়ে সাইবার আক্রমণের ভুক্তভোগী হওয়ার আশঙ্কা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিনেট।

জাপানভিত্তিক প্রযুক্তি জায়ান্ট সনি’র অঙ্গসংগঠন সনি পিকচার্স। নভেম্বর মাসে সাইবার আক্রমণের শিকায় হয় সনি। ৪ সপ্তাহের তদন্ত শেষে ওই ঘটনার মূল হোতা হিসেবে উত্তর কোরিয়াকেই দুষেছে এফবিআই। 

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পর হামলাকারীদের পরবর্তী লক্ষ জাপান হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। সাইবার নিরাপত্তা বাড়ানোর প্রথম ধাপে দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে।