ফের অনলাইনে ‘পাইরেট বে’

সুইডিশ পুলিশ বন্ধ করে দেওয়ার এক সপ্তাহের মাথায় বিটটরেন্ট ইনডেক্সিং সাইট ‘পাইরেট বে’ অনলাইনে ফিরিয়ে নিয়ে এসেছে টরেন্ট সার্চ সাইট ‘আইএসওহান্ট’।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 01:23 PM
Updated : 18 Dec 2014, 01:23 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালে ফেব্রুয়ারি মাস থকে পাইরেট বের পুরো আর্কাইভ ডাউনলোডের সুযোগ চালু থাকায় সাইটটি অনলাইনে ফিরিয়ে আনা খুব একটা কঠিন কাজ ছিল না।

এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে আইএসওহান্ট জানিয়েছে, পাইরেট বে’র পরিবর্তে আইএসওহান্ট ব্যবহার করতে ব্যবহারকারীদের উৎসাহিত করলেও পুরো পাইরেট বে সংরক্ষণ করছে আইএসওহান্ট। ওল্ডপাইরেটবে ডট ওআরজি ওয়েব অ্যাড্রেসে অনলাইনে ফিরিয়ে আনা হয়েছে সাইটটি।

পাইরেট বে বন্ধ হওয়ার কয়েক দিনের মাথায় সাইটটির সহ-প্রতিষ্ঠাতা পিটার সানডি মন্তব্য করেন, “সাইটটি বন্ধ করে দেওয়া নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই”। নতুন মালিকানায় পাইরেট বে তার আসল উদ্দেশ্য থেকে দূরে সরে গেছে বলে মনে করেন তিনি।

অন্যদিকে পাইরেট বে এক সপ্তাহ বন্ধ থাকলেও বড় কোনো পরিবর্তন আসেনি বিশ্বব্যাপী পাইরেসির মাত্রায়। মার্কিন বিনোদনভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহ ধরে পাইরেট বে সাইটটি বন্ধ থাকলেও পাইরেসির হার আগের মতোই আছে।