গুগলকে জরিমানার হুমকি হল্যান্ডের

ওয়েব জায়ান্ট গুগলকে দেড় কোটি ইউরো জরিমানার হুমকি দিয়েছে ডাচ ডেটা প্রটেকশন এজেন্সি (ডিপিএ)। ডাচ নাগরিকদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা রক্ষার জন্য তৎপর না হলে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা গুণতে হবে বলে সতর্ক করে দিয়েছে ডিপিএ।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 01:09 PM
Updated : 18 Dec 2014, 01:09 PM

বিবিসি জানিয়েছে, গ্রাহক ডেটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুগলের বিরুদ্ধে স্থানীয় আইন ভাঙ্গার অভিযোগ করেছে ডিপিএ।

সার্চ, ইমেইল, মেসেজ, কুকি, লোকেশন ডেটা ও ভিডিও দেখার অভ্যাসের ভিত্তিতে প্রত্যেক ব্যবহারকারী প্রোফাইল তৈরি করছে গুগল। গ্রাহকদের ব্যক্তিগত ডেটা ব্যবহারের ধরন পরিবর্তনের জন্য প্রতিষ্ঠানটিকে ২০১৫ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ডিপিএ চেয়ারম্যান জ্যাকব কনস্ট্যাম বলেন, “২০১২ সাল থেকে এটি চলছে, আশা করছি আমাদের ধৈর‌্য আর পরীক্ষা করা হবে না।” ডাচ আইন অনুসারে, ডেটা একত্র করা বা বিশ্লেষণের জন্য গুগলকে ব্যবহারকারীদের এ বিষয়টি সম্পর্কে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে।

অন্যদিকে এ বিষয়ে এক গুগল প্রতিনিধি বলেন, “ডিপিএর নির্দেশে আমরা হতাশ। কয়েকদিন আগেই কর্তৃপক্ষের উদ্বেগ নিরসনে আমরা প্রাইভেসি পলিসির বেশ কিছু পরিবর্তন এনেছি।”