ধূমকেতুতে ‘নামবে’ মহাকাশযান

২৫ বছর আগের ডিজাইন করা প্রযুক্তি শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রাখবে কি না নেই সেই নিশ্চয়তা। প্রতীক্ষায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। সবকিছু পরিকল্পনা মতো হলে বুধবার ৬৭পি/শারইউমোভ-গেরাসিমেঙ্কো ধূমকেতুতে অবতরণ করবে ইএসএর মনুষ্যবিহীন মহাকাশযান রোসেটার ল্যান্ডিং ক্রাফট ‘ফিলে’।

শাহরিয়ার হাসান পরশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2014, 11:59 AM
Updated : 10 Nov 2014, 11:59 AM

সফল হলে কোনো ধুমকেতুতে মহাকাশযান অবতরণের প্রথম ঘটনা হবে এটি। মহাকাশ গবেষণার ইতিহাসে যোগ হবে নতুন এক অধ্যায়।

ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ (বাংলাদেশ স্থানীয় সময় রাত ২টা ৩৫) মিনিটে অবতরণের লক্ষ্যে মূলযান রোজেটা থেকে আলাদা হবে ১০০ কিলোগ্রাম ওজনের ল্যান্ডিং ক্র্যাফট ‘ফিলে’। সফল অবতরণের নিশ্চিত খবর পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় সকাল ১১টা ৩ মিনিটে।

পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরে থাকা রোজেটের সঙ্গে তথ্য আদান প্রদানে সময় লাগে ২৮ মিনিট।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি রোজেটা মহাকাশযানটি উৎক্ষেপন করে ২০০৪ সালে।  ৬৭পি/শারইউমোভ-গেরাসিমেঙ্কো ধূমকেতু নিয়ে গবেষণার মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি রহস্যের সমাধানের আরও এগিয়ে যাওয়াই এই প্রকল্পের লক্ষ্য।

ফিলে ৬৭পি/শারইউমোভ-গেরাসিমেঙ্কোতে পৌঁছাবে এটা নিশ্চিত। তবে তা নিরাপদে হবে কি না সেটা একেবারেই ‘ভিন্ন প্রশ্ন’ বলে মন্তব্য করেছেন রোজেটার অপারেশন ম্যানেজার অ্যান্দ্রেয়া আকোমাজ্জো।