সুন্দার পিচাইয়ের ঘাড়ে ‘গুরুতর’ দায়িত্ব!

দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড প্রজক্টের গুরুদায়িত্ব ছিল সুন্দার পিচাইয়ের হাতে। এবার ওয়েব জায়ান্ট গুগলের প্রায় সব গুরুত্বপূর্ণ পণ্যের দায়ভারই পাচ্ছেন প্রতিষ্ঠানটির এই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 12:26 PM
Updated : 25 Oct 2014, 12:26 PM

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, এখন পর্যন্ত শুধু গুগল ক্রোম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম আর ওয়েব অ্যাপগুলোর দায়িত্বে ছিলেন পিচাই। তবে নতুন সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির সিইও ল্যারি পেইজের কাছ থেকে গুগল সার্চ, গুগল প্লাস, বিজ্ঞাপন, এমনকি গুগলের প্রতিষ্ঠানিক কাঠামোর দায়িত্বও যাচ্ছে পিচাই-এর হাতে।

তবে দায়ভার হস্তান্তর হচ্ছে না ইউটিউব, গুগল নেস্ট এবং গুগলের আরও কয়েকটি ভবিষ্যতমুখী প্রকল্পের। আগের মতোই ইউটিউবের দায়িত্বে থাকছেন সুজান ওজিস্কি। গুগল নেস্ট, বায়োটেক প্রকল্প থাকছে ল্যারি পেইজের নিয়ন্ত্রণে।

পিচাইয়ের হাতে বর্তমান সেবা ও পণ্য বিভাগগুলোর দায়িত্ব হস্তান্তর করে ‘প্রযুক্তি জগৎ পাল্টে দিতে পারবে’ এমন প্রকল্প নিয়ে কাজ করতে চাইছেন পেইজ--  ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলো।