প্রথম দিনে ৪০ লাখ আইফোন!

আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস মিলিয়ে প্রি-অর্ডারের প্রথম দিনেই ৪০ লাখের বেশি ফোন বিক্রি করে নতুন রেকর্ড গড়েছে অ্যাপল। নতুন আইফোন হাতে পেতে সিংহভাগ ক্রেতাকে অপেক্ষা করতে অক্টোবর মাস পর্যন্ত।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 12:22 PM
Updated : 16 Sept 2014, 12:22 PM

অ্যাপল নতুন দুই আইফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু করে ১২ সেপ্টেম্বর থেকে। প্রি-অর্ডারের প্রথম দিনের হিসাব পাশাপাশি তুলনা করলে ২০১২ সালে বাজারে আসা আইফোন ফাইভের তুলনায় প্রথম দিনেই দ্বিগুণ আইফোন সিক্স এবং সিক্স প্লাস বিক্রি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে ৩ কোটি ৭৪ লাখ এবং পরবর্তী অর্থবছরের প্রথম প্রান্তিকে ৬ কোটি আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাস বিক্রি হবে বলে অনুমান করছে মার্কিন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘জ্যানি ক্যাপিটাল মার্কেটস’।

অ্যাপল ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী, ক্রেতারা নতুন আইফোন সিক্স হাতে পাওয়া শুরু করবেন ১৯ সেপ্টেম্বর থেকে। আর ৫.৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন সিক্স প্লাসের ডেলিভারি পেতে অপেক্ষা করতে হবে কম-বেশি এক মাস।