কোড জ্যাম জিতলো বেলারুশ কিশোর

নিজের প্রথম চেষ্টাতেই প্রতিদ্বন্দ্বী ২৬ কোডারকে হারিয়ে ‘গুগল কোড জ্যাম’ জিতে নিয়েছে বেলারুশ কিশোর গেনাডি কোরোতকেভিচ।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 01:39 PM
Updated : 19 August 2014, 01:39 PM

গুগলের আয়োজিত বার্ষিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় লড়েছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ইউক্রেইন, পোল্যান্ড, কোরিয়া, চেক রিপাবলিক, বুলগেরিয়া এবং ব্রাজিলের কোডাররাও।

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে— শুক্রবার, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গুগল কোড জ্যামের ৪ ঘন্টার ফাইনালটি অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার প্রথম চারটি অনলাইন রাউন্ডে অংশ নিয়েছে ২০ হাজারেরও বেশি প্রতিযোগী।

শেষ পর্যন্ত ফাইনালে লড়েছেন ২৫ জন কোডার, যার মধ্যে আগের বছরের বিজয়ীও ছিলেন।

কোড জ্যামের ফাইনালের বিজয়ী হিসেবে নগদ ১৫ হাজার ডলার পুরষ্কার পেয়েছেন কোরোতকেভিচ। ২০১৩ সালের কোড জ্যামটাও হয়ত জিতে নিতে পারতেন তিনি। তবে বয়স ১৮-এর নিচে হওয়ায় সেবার অংশ নিতে পারেননি এই কিশোর।

আর এবছর ১৮ বছরের হওয়ায় প্রতিযোগিতায় অংশ নিতে কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি তাকে।  

গুগল কোড জ্যামের দ্বিতীয় আর তৃতীয় স্থান দুটি জিতে নিয়েছেন যথাক্রমে রাশিয়ান কোডার এভজেনি কাপুন, এবং চীনের কোডার ইউঝোউ গু।