জরিমানায় কমেছে অ্যালফাবেটের লাভ

ইউরোপিয়ান কমিশন-এর আরোপ করা রেকর্ড জরিমানার ধাক্কা লেগেছে মার্কিন টেক জায়ান্ট অ্যালফাবেট-এর লাভের খাতায়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 12:34 PM
Updated : 25 July 2017, 12:34 PM

জুনে বাজারের প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যালফাবেটের উপর ২৭০ কোটি ডলার জরিমানা আরোপ করে ইউরোপিয়ান কমিশন।  

অ্যালফাবেটের পক্ষ থেকে বলা হয়, চলতি বছরে জুনে শেষ হওয়া প্রান্তিকে অ্যালফাবেট-এর মোট লাভ ৩৫০ কোটি ডলার আর আয় ২৬০০ কোটি ডলার। আয়ের অংকটা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২১ শতাংশ বেশি। কিন্তু সেই হিসেবে লাভ ওই প্রান্তিকের ৪৯০ কোটি ডলার থেকে এবার ২৮ শতাংশ কমে গেছে।

অ্যালফাবেট অধীনস্থ সার্চ জায়ান্ট গুগল তাদের বাজারের আধিপত্যের অপব্যবহারের অভিযোগ উঠলে এই জরিমানা করা হয়।

ইউরোপিয়ান কমিশন-এর পক্ষ থেকে বলা হয়, এই প্রতিষ্ঠান অ্যান্টি ট্রাস্ট নীতিমালা লঙ্ঘন করেছে। গুগল সার্চ ইঞ্জিনে তাদের নিজেদের শপিং সেবাগুলোকে অন্যান্যদের তুলনায় বেশি সুবিধা দিয়েছে। 

গুগল এই অভিযোগে অসম্মতি প্রকাশ করেছে আর অ্যালফাবেট এ নিয়ে আপিল করছে।