লাগানো যাবে বাড়তি আঙ্গুল!

“আমার হাত তো মাত্র এক জোড়া’- অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত কর্মীদের মুখে এমন কথা প্রায়ই শোনা যায়। এবার যেন এই সমস্যারই সমাধান চলে এল, নতুন এই ব্যবস্থায় কৃত্রিম বুড়ো আঙ্গুল যোগ করে বাড়ানো যেতে পারে কর্মক্ষমতা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 01:15 PM
Updated : 24 July 2017, 01:15 PM

যুক্তরাজ্যের লন্ডন’স রয়াল অ্যাকাডেমি-এর পণ্য নকশা শিক্ষার্থী ড্যানি ক্লোড এই বুড়ো আঙ্গুলের ধারণার প্রবর্তক। তিনি তার ৩ডি-প্রিন্টেড ‘থার্ড থাম্ব’-কে মানুষের হাতের একটি সংযোজন হিসেবে আখ্যা দিয়েছেন।

রয়টার্স-কে তিনি বলেন, “এটি মানুষের শরীরে সংযোজন আর বৃদ্ধির একটি প্রসার, সেই সঙ্গে মানুষের শরীর আর কৃত্রিম প্রযুক্তি উন্নয়নে একটি ভালো উপায়।”

এই বুড়ো আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের নিচে বসানো হয়। এই ডিভাইস পায়ে পরিধেয় সেন্সর দিয়ে তারবিহীনভাবে নিয়ন্ত্রণ করা হয়।

ক্লোড বলেন, তিনি কৃত্রিম অঙ্গের ব্যবহার করে মানবদেহের বৃদ্ধির এই ধারণা নিয়ে তিনি মুগ্ধ ছিলেন। তিনি বলেন, “ঠিক করা বা প্রতিস্থাপন করার জায়গায় মানবদেহ বর্ধনে কৃত্রিম প্রযুক্তি ব্যবহারের এই ধারণা আমি আসলেই পছন্দ করি।”

তিনি আরও বলেন, থার্ড থাম্ব-এর কপিরাইট করা বা এটি বাজারজাত করার কোনো পরিকল্পনা নেই তার।