ইসলামোফোবিয়া ঠেকাতে অ্যাপ

যুক্তরাষ্ট্রের মুসলিমবিরোধী ঘৃণামূলক অপরাধের সঠিক গণনার আশায় নতুন এক অ্যাপ উন্মোচন করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। এই অ্যাপ পক্ষপাতমূলক ঘটনায় আক্রান্তদের অভিযোগ করতে সহায়তা করবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 06:59 PM
Updated : 24 June 2017, 06:59 PM

২০১৬ সালে মুসলিমবিরোধী এ ধরনের অপরাধ নিয়ে অভিযোগ ৪৪ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশের এক মাস পর ‘মেকিং ডেমোক্রেসি ওয়ার্ক ফর এভরিওয়ান’ নামের এই অ্যাপ আনা হল। সিএআইএর হাতে আসা ২৬০টি অভিযোগ, মোট অপরাধ সংখ্যার একটি ভগ্নাংশ মাত্র- এমন কথা মাথায় রেখে অভিযোগ-সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে এই অ্যাপ আনা হয়েছে।

এই গ্রুপের ইসলামভীতি বিরোধী প্রচেষ্টা চালান যিনি, তার নাম কোরে সেইলর। তিনি বলেন, “মানসিক আঘাতের মূহুর্তে, আপনি এটা ভাবেন না যে আমার অনলাইন হয়ে কিছু বলা দরকার, কিন্তু আপনার হাতে সব সময় আপনার ফোন থাকবে।”

এই অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারী ঘটনার বিস্তারিত জানাতে সিএআইআর-কে জানাতে পারবেন। যদি গ্রুপটি সিদ্ধান্ত নেয় যে, এই ঘটনা ধর্মীয় পক্ষপাত আর এটি অপরাধ তাহলে তারা এ বিষয়ে স্থানীয় পুলিশকে জানাবে। 

মার্কিন সংবিধান অনুযায়ী ব্যবহারকারীদের অধিকার সম্পর্কেও পরামর্শ দেবে এই অ্যাপ।