ফাঁস হলো গুগল পিক্সেল ২

মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের পরবর্তী স্মার্টফোন ‘পিক্সেল ২’-এর ছবি ফাঁস হয়েছে চীনা একটি যোগাযোগ মাধ্যমে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 11:36 AM
Updated : 15 June 2017, 11:36 AM

আগের বছরই প্রথবার নিজস্ব স্মার্টফোন পিক্সেল উন্মোচন করেছে গুগল। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে নতুন আরেকটি স্মার্টফোন তৈরির লক্ষ্যে কাজ করছে তারা, বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।

এর আগে গুগলের পিক্সেল ২ নিয়ে বেশ কিছু গুজব শোনা গেছে। তবে, এ যাবৎ ডিভাইসটির কোনো ছবি দেখা যায়নি।

প্রতিষ্ঠানটির হার্ডওয়্যারবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ বলেন, “এই খাতে বার্ষিক ছন্দ বজায় রাখার রীতি আছে। তাই, আপনি ধরতে পারেন যে আমরাও এটি অনুসরণ করবো।”

এ বছরের ঠিক কোন সময় নতুন পিক্সেল ফোন আনা হবে তা নিয়ে নির্দিষ্ট করে কোনো সময়সীমা জানাননি গুগলের হার্ডওয়্যার প্রধান। তিনি বলেন, “আমার কাছ থেকে কোনো তারিখ না পেলেও, আপনারা এ বছর এর একটি পরবর্তী সংস্করণ আসবে বলে ধরে রাখতে পারেন।”

ডিভাইসটিতে সবচেয়ে নতুন হার্ডওয়্যারগুলোই ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এবার ফাঁস হওয়া ছবিতে এর বাহ্যিক রূপ নিয়েও কিছুটা ধারণা পাওয়া গেছে। ছবিতে দেখা গেছে পেছনের দিকটা অনেকটা আগের ডিভাইসের মতোই রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে এতে স্যামসাং ও এলজি-এর মতো এজ-টু-এজ পর্দা আনবে গুগল।  আর পেছনে ব্যবহার করা হবে ডুয়াল লেন্স ক্যামেরা।

নতুন এই ডিভাইস দিয়ে অ্যাপলের আইফোন ৮-এর সঙ্গে প্রতিযোগিতা করবে প্রতিষ্ঠানটি। গুজব রয়েছে একই ধরনের ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল।

ফাঁস হওয়া ছবি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি গুগলের পক্ষ থেকে।

আগের বছর ২০ অক্টোবর উন্মোচন করা হয় গুগল পিক্সেল। তাই বলা হচ্ছে এ বছরের শেষ দিকেই নতুন পিক্সেল ২ উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।