বেসিস নির্বাচনে ভোট গ্রহণ চলছে

২৫ জুন সকাল থেকে শুরু হয় বাংলাদেশে সফটওয়্যার ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন বেসিস-এর কার্যকরী পরিষদ নির্বাচন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 10:42 AM
Updated : 25 June 2016, 10:42 AM

নির্বাচনে প্রতিদ্বন্দী দুটি প্যানেনের নেতৃত্বে আছেন মাইক্রোসফট বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশীর কবির এবং আনন্দ কম্পিউটারস-এর সত্ত্বাধিকারী মোস্তাফা জব্বার।

মোস্তফা জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে ফোনালাপে বলেন, "ভোট তো গোপন ব্যালটে হচ্ছে, ফলে ভোটকেন্দ্র থেকে কিছু বোঝা সম্ভব না। কিন্তু প্রচারণার সময় আমরা যে ফিডব্যাক পেয়েছি, তাতে মনে করি-পরিস্থিতি আমাদের জন্য ইতিবাচক।"

সোনিয়া বশির কবির নির্বাচন কেন্দ্রে থাকলেও, তার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বেসিস-এর বিদায়ী পরিচালক আরিফুল হাসান অপু বলেন, "বেলা পৌনে ৪টা পর্যন্ত ২৭০জন ভোট দিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। তবে, ভোটাররা কেউ মুখ খুলছেন না, ফলে ফলাফল আঁচ করা সহজ নয়।"

বিকাল ৫টা পর্যন্ত এই ভোট চলবে। এই নির্বাচনে মোট ভোটার ৫১৬ জন, যার মধ্যে সাধারণ ক্যাটেগরিতে ৩৬৮ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৪৮ জন। নির্বাচনে প্রার্থী হিসাবে অংশ নিয়েছেন মোট ২২ জন।

নির্বাচনে শেষ কোনো প্যানেলের মুখে হাসি ফুটবে তা জানতে অন্তৎ বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

নির্বাচনে সোনিয়া বশীর কবিরের দ্য চেইঞ্জমেকার্স প্যানেলের সদস্যরা হলেন-

সোনিয়া বশীর কবির, মাইক্রোসফট বাংলাদেশ লি.
মোস্তফা রফিকুল ইসলাম, ফ্লোরা টেলিকম লি.
সৈয়দ আলমাস কবীর, মেট্রোনেট বাংলাদেশ লি.
সুফি ফারুক ইব্নে আবুবকর, ইভাটিক্স
আজমল হক আজিম, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লি.
নাজমুল করিম চৌধুরী শারুণ, গণনা টেকনোলোজিস লি.
সাব্বির রহমান তানিম, থার্ড বেল এন্টারটেইনমেন্ট লি.
ছাইদুল ইসলাম মজুমদার লিখন, মজুমদার আইটি লি.
এবং অ্যাসোসিয়েট সদস্য পদপ্রার্থী জামান খান, জামান আইটি

অপরদিকে মোস্তাফা জব্বারের নেতৃত্ত্বাধীন ডিজিটাল ব্রিগেড প্যানেলে রয়েছেন-
মোস্তাফা জব্বার, আনন্দ কম্পিউটার্স
ফারহানা এ. রহমান, ইউ ওয়াই সিস্টেমস লি.
রাসেল টি আহমেদ, টিম ক্রিয়েটিভ
এম রাশিদুল হাসান, সিস্টেক ডিজিটাল লি.
মো. মোস্তাফিজুর রহমান সোহেল, অ্যাডভান্স ই আর পি  বিডি লি.
এ কে এম আহমেদুল ইসলাম, এটম এপি লি.
রিয়াদ এস এ হুসেইন, ম্যাগনিটো ডিজিটাল
দেলোয়ার হোসাইন ফারুক, রেডিসন ডিজিটাল টেকনলজিস লি.
সহযোগী সদস্য পদে প্রার্থী এবং উত্তম কুমার পাল, বেস্ট বিজনেস বন্ড লি.