চীনে আসছে মাইনক্রাফট

জনপ্রিয় ব্লক-বিল্ডিং গেইম মাইনক্রাফট এবার চীনে নিয়ে আসছে এর নির্মাতা প্রতিষ্ঠান মোজাং। এ উদ্দেশ্যে চীনভিত্তিক প্রতিষ্ঠান নেটইজি-এর সঙ্গে একটি চুক্তিও সম্পন্ন করেছে তারা।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2016, 05:42 PM
Updated : 24 May 2016, 05:42 PM

গত বছর দেশটিতে মাইনক্রাফট-এর একটি এক্সবক্স সংস্করণ বাজারে এলেও এবার পিসি এবং মোবাইলের জন্য নতুন এ সংস্করণটি আসছে বলে জানায় বিবিসি।

মাইক্রোসফটের অধিকৃত প্রতিষ্ঠান মোজাং-এর প্রধান জোনাস মার্টিনসন বলেন, "চীনের নির্মাতা এবং অভিযাত্রীদের সাদর সম্ভাষণ জানানোর অপেক্ষায় আছি আমরা।"

সফটওয়্যারের ক্ষেত্রে চীনা সরকারের কঠোর কড়াকড়ির কারণে এই গেইমের পূর্ণ সংস্করণ ও কমিউনিটি ফিচারগুলো পাওয়া যাবে কি-না তা নিশ্চিত নয়। তবে এক্ষেত্রে জটিলতা এড়াতেই মোজাং কোনো চীনা প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বলে ধারণা করছে বিবিসি।

২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চীনে "শিশুদের জন্য ক্ষতিকর" অজুহাতে বিদেশী কনসোল নিষিদ্ধ ছিলো। মাইক্রোসফটের এক্সবক্স এবং সনির প্লেস্টেশন চীনের বাজারে এলেও এখনও পর্যন্ত তেমন একটা কাটতির মুখ দেখেনি।