৪কে ডিসপ্লে সনির ‘হুজুগ’!

সনির নতুন স্মার্টফোন এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়ামের ৪কে রেজুলিউশনের ডিসপ্লে নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত শিল্পজাত প্রযুক্তিপণ্য প্রদর্শনী অনুষ্ঠান আইএফএ-তে প্রদর্শনের পর কেউ কেউ জেড৫ প্রিমিয়ামের ৪কে ডিসপ্লের প্রশংসা করলেও, ওই ৪কে রেজুলিউশনের ডিসপ্লেকে ‘হুজুগ’ বলে আখ্যা দিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 05:00 AM
Updated : 5 Sept 2015, 05:00 AM

এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়ামের ডিসপ্লেকে বিশ্বের প্রথম ৪কে রেজুলিউশনের স্মার্টফোন ডিসপ্লে হিসেবে ঘোষণা দিয়েছে জাপানি ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। কিন্তু ওই ডিসপ্লেকে রীতিমতো ‘ভয়াবহ’ আর ‘কার্যত নিম্নমানের কোয়াড এইচডি বা ফুল এইচডি ডিসপ্লের মতোই’ বলে দাবি করা হয়েছে ম্যাশএবলের ওই প্রতিবেদনে।

সাইটটির প্রতিবেদনে বলা হয়েছে, ডিজাইনের দিক দিয়ে জেড৫-এর সঙ্গে জেড৫ প্রিমিয়ামের তেমন কোনো পার্থক্যই নেই। আর এর ৪কে ডিসপ্লেও দেখতে ১০৮০ পিক্সেল ডিসপ্লের মতোই।

স্মার্টফোনটির ডিসপ্লেকে ৪কে রেজুলিউশন ডিসপ্লে হিসেবে আখ্যা দেওয়া শুধুই সনির বাজারজাত কৌশল হিসেবে দেখছে সাইটটি।

সনি কি প্রতারণা করছে না কি আসলেই ৪কে ডিসপ্লের স্মার্টফোন আনছে তারা?- এই প্রশ্নের উত্তর জানার জন্য সনি ভক্তদের অপেক্ষা করতে হবে বাজারে জেড৫ প্রিমিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়া পর্যন্ত।