হাজারও মুভি সরাচ্ছে নেটফ্লিক্স

শীর্ষস্থানীয় মার্কিন পরিবেশক এপিক্সের সঙ্গে চুক্তি নবায়ন না করায় জনপ্রিয় স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স থেকে সরে যাচ্ছে সহস্রাধিক সিনেমা। নেটফ্লিক্স থেকে সরিয়ে ফেলা হচ্ছে এমন সিনেমার তালিকায় আছে ‘হাঙ্গার গেইমস’ আর ‘ট্রান্সফরমার্স’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 10:38 AM
Updated : 2 Sept 2015, 10:38 AM

৬ কোটির বেশি সেবা গ্রাহকের প্রতিষ্ঠানটি এখন ‘এক্সক্লুসিভ’ কনটেন্টের দিকে নজর দিতে চায় বলে জানিয়েছে বিবিসি।

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এপিক্সের সঙ্গে প্রায় ১শ’ কোটি ডলারের চুক্তি ছিল নেটফ্লিক্সের। সরিয়ে ফেলা হচ্ছে এমন সিনেমাগুলোর ব্যাপারে গ্রাহকদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার টেড সারান্ডোস বলেন, “অধিকাংশ মুভিই জনপ্রিয়, এগুলো সহজেই কেবল বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায়।”

ঠিকঠাক হিসাব-নিকাশ করেই নেটফ্লিক্স এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের বিশ্লেষক জিম নেইল। তিনি বলেন, “নেটফ্লিক্স খুব স্মার্ট ডেটা প্রতিষ্ঠান। তারা সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে না। তারা শুধু প্রিমিয়াম কন্টেন্ট চায় এমন গ্রাহকদের সেবা দিতে চায়।”

প্রতিদ্বন্দ্বী অন্য কোনো প্রতিষ্ঠানকে বাজারের চালকের ভূমিকায় আসতে না দেওয়ার লক্ষ্যেই নেটফ্লিক্স এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি।