লাইভ ইভেন্টে নজর ফেইসবুকের

বিশ্বের বিভিন্ন স্থানের লাইভ ইভেন্টের পাবলিক পোস্ট, ছবি এবং ভিডিও ব্যবহারকারীদের কাছে আরও সহজে পৌঁছে দিতে নতুন ফিচার চালু করছে ফেইসবুক। বলা হচ্ছে, নতুন এই ‘লাইভ ইভেন্ট ফিড’-এর মাধ্যমে সরাসরি স্ন্যাপচ্যাট আর টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় আসছে সামাজিক যোগাযোগে শীর্ষ মাধ্যমটি।

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 11:53 AM
Updated : 3 August 2015, 11:53 AM

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, লাইভ ইভেন্ট ফিড ফেইসবুকের ‘প্লেস টিপস’ একটি ফিচারেরই একটি অংশ হিসেবে কাজ করবে। ব্যবহারকারীর কাছাকাছি কোনো স্থানের প্রয়োজনীয় তথ্য এবং সর্বশেষ খবরাখবর ফেইসবুক ব্যবহারকারীর নিউজ ফিডে পৌঁছে দেয় ‘প্লেস টিপস’।

অন্যদিকে বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আসন্ন লোলাপালোজা মিউজিক ফেস্টিভালে উপস্থিত সকল ফেইসবুক ব্যবহারকারী ‘প্লেইস টিপস’ আর লাইভ ইভেন্ট ফিডের সেবা পাবেন।

লাইভ ইভেন্ট ফিড থেকে বিভিন্ন ইভেন্টের খুঁটিনাটি ও পর্দার পেছনের গল্পও জানতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীরা।