ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ডের ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 12:11 PM
Updated : 21 Sept 2017, 12:11 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৩ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, বুধবার এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ডের সমাপনী দর ছিল ৮ টাকা ৬০ পয়সা, যা বৃহস্পতিবার দিন শেষে তা দাঁড়িয়েছে টাকা ৩০ পয়সা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক; বেড়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ডেলটা স্পিনার্স লিমিটেড (৪ দশমিক ৩৮ শতাংশ এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লি: (৩ দশমিক ৭৫ শতাংশ), মেঘনা সিমেন্ট মিলস্‌ লি: (৩ দশমিক ৫৪ শতাংশ), উত্তরা ব্যাংক লি: (৩ দশমিক ৩৯ শতাংশ), তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেড (৩ দশমিক ০৯ শতাংশ), এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি: (৩ দশমিক ০১ শতাংশ) ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি. (৩ দশমিক ০১ শতাংশ) এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: (২ দশমিক ৯২ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।