জেনিথ অ্যানুয়াল ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

জেনিথ অ্যানুয়াল ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 03:29 PM
Updated : 12 Sept 2017, 03:29 PM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানই। এর মধ্যে উদ্যোক্তা দেবে ২ কোটি টাকা এবং বাকি ৮ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি ও কাস্টোডিয়ান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।