দরপতনের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের দর কমেছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 01:44 PM
Updated : 7 Sept 2017, 01:44 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের কমেছে ১০ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, বুধবার আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের সমাপনী দর ছিল ১২ টাকা, যা বৃহস্পতিবার লেনদেন শেষে ১০ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দরপতনে শীর্ষ ১০ কোম্পানির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌; কমেছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি: (৯ দশমিক ৯৪ শতাংশ), ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লি: (৯ দশমিক ০৯ শতাংশ), স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লি: (৮ দশমিক ৬০ শতাংশ) সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড (৭ দশমিক ৮২ শতাংশ) ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লি: (৭ দশমিক ৭২ শতাংশ), লিগাসি ফুটওয়ার লি: (৭ দশমিক ৩৭ শতাংশ), সমতা লেদার কমপ্লেক্স লি: (৭ শতাংশ ০৯) এবং শাইন পুকুর সিরামিক্স লি: (৬ দশমিক ০২ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।