দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 11:43 AM
Updated : 20 August 2017, 11:43 AM

রোববার লেনদেন শেষে এই শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, বৃহস্পতিবার এর সমাপনী মূল্য ছিল ৪৬.৮০ টাকা। রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ৫১.৪০০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার লি:। এই শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে জেমিনী সী ফুড (৭ দশমিক ২১ শতাংশ), রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ (৬ দশমিক ২৮ শতাংশ), ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি (৬ দশমিক ২৫ শতাংশ), লিব্রা ইনফিউশনস (৫ দশমিক ৭১ শতাংশ), হাক্কানী পাল্প ও পেপার মিলস্‌ (৫ দশমিক ৫৮ শতাংশ), ইনটেক (৫ দশমিক ০৮ শতাংশ), প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৫৮ শতাংশ) এবং দেশ গার্মেন্টস (৪ দশমিক ৫৬ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।