সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 09:37 AM
Updated : 16 August 2017, 09:37 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্টের বেশি কমেছে। বেড়েছে লেনদেন।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২০ পয়েন্টের মত।কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্য দিবস রোববারের চেয়ে ৫৮ কোটি ৪৬ লাখ টাকা বেশি।

রোববার এই বাজারে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার এবং মঙ্গলবার সরকারি ছুটির দিন থাকায় দেশের দুই পুঁজিবাজারেই কোনো লেনদেন হয়নি।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৩ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৪১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২০ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬২ দশমিক ২৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।