অস্বাভাবিক দর বেড়েছে হাক্কানী পাল্পের

কোনো কারণ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্প ও পেপার মিলসের শেয়ারের দর বাড়ছে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 11:48 AM
Updated : 24 July 2017, 03:43 PM
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

১৭ দিনে প্রায় ১১ টাকা ৭০ পয়সা বেড়েছে এই শেয়ারের দাম, যা ২২ দশমিক ৩২ শতাংশের বেশি।

গত ২৮ জুন কাগজ ও মুদ্রণ খাতের এই কোম্পানির দর ছিল ৫২ টাকা ৪০ পয়সা, যা রোববার সর্বোচ্চ ৬৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।