সিমটেক্সের শেয়ারের দর বাড়ছে ‘কারণ ছাড়াই’

বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বৃদ্ধির কোনো কারণ খুঁজে পায়নি কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 01:47 PM
Updated : 19 July 2017, 01:47 PM

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে সিমটেক্সকে নোটিস পাঠিয়েছিল।

তার জবাবে কোম্পানি বলেছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে।

কোম্পানির এই বক্তব্য বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত হয়।

গত ৩ জুলাই থেকে সিমটেক্সের শেয়ারের দর বেড়ে চলেছে। এ সময়ে শেয়ারটির দর ২৮ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ বুধবার ৩২ দশমিক ৫ টাকা পর্যন্ত হয়।

অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ১৩ দশমিক ৬৩ শতাংশ।