ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 01:10 PM
Updated : 19 July 2017, 01:10 PM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, মঙ্গলবার মুন্নু সিরামিকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৯.৩০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৪১.৫০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ৮৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ১২ শতাংশ), আরএকে সিরামিক্স (৩ দশমিক ৯২ শতাংশ), আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান (৩ দশমিক ৫২ শতাংশ), আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৪৭ শতাংশ), ইস্টার্ন কেবলস (৩ দশমিক ৩১ শতাংশ), মার্কেন্টাইল ব্যাংক (৩ দশমিক ১২ শতাংশ), এ্যাপেক্স ফুডস (৩ দশমিক ০৩ শতাংশ) এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস (২ দশমিক ৯৬ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।