ঈদের ছুটিতেও আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের আবেদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের আবেদন ঈদ ছুটির মধ্যেও নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 10:51 AM
Updated : 22 June 2017, 10:51 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, নির্ধারিত দিনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ পর্যন্ত সংশ্লিষ্ট শাখায় এই আবেদন গ্রহণ করা হবে।

চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় নেওয়া হবে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত; টঙ্গী, গুলশান, আশুলিয়া, মূল শাখা, গাজীপুর, সাভার, চট্টগ্রামের খাতুনগঞ্জ, নারায়ণগঞ্জ, উত্তরা শাখায় নেওয়া হবে ২৩ ও ২৪ জুন।

এছাড়া সিলেটের প্রধান শাখা, আম্বারখানা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট উপশহর শাখা এবং কক্সবাজার শাখায় নেওয়া হবে ২৪ জুন।

এর আগের নির্দেশনা অনুযায়ী ৩১ মে থেকে আগামী ২৯ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করার কথা ছিল।

কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড তারিখ ছিল গত ১২ এপ্রিল।

আইএফআইসি ব্যাংক ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দিচ্ছে। কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

১০ টাকা মূল্যে কোম্পানিটি ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা উত্তোলন করবে।

এর মাধ্যমে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল ৩-র আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।